#ভ্রমণের খরচঃ জন প্রতি ৫৫০০/-
☛যাত্রা-রাত ১১.০০ টায়
☜ফেরা-রাত ০৯.০০ টায়
বাসঃ নন এসি Eagle or S Alam ,Shanti Paribahan
রাত ১০:৪৫ পান্থপথ থেকে রওনা দিয়ে।
🔸প্রথম দিনঃ
ভোর ৬ টায় আমরা খাগড়াছারি পৌছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিব। তারপর সাজেকের উদ্দ্যেশ্যে রওনা দিব ০৯০০টায়। খাগড়াছারি থেকে সাজেকের দূরত্ব কমবেশি ৭৫ কিমি, সময় লাগে মোটামুটি ৩ ঘন্টা। পথি মধ্যে বাঘাই হাট নামক স্থানে সেনাবাহিনীর স্কটের জন্য অপেক্ষা করব সকাল ১০:৩০ টার সময় স্কট স্টার্ট করবে সাজেকের উদ্দ্যেশ্যে। রাস্তার দুই পাশে উচু নিচু পাহার আর সবুজের বুক চীড়ে এগিয়ে যেতে থাকবে গাড়ি। ও হা! একটা তথ্য জানানো প্রয়োজন, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি, আর রাঙ্গামাটি জেলার একটি উপজেলা হলো বাঘাইছড়ী, যা আয়তনে মেহেরপুর জেলার সমান। আর সাজেক এই বাঘাইছাড়ী উপজেলার একটি ইউনিয়ন, যা বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। গাড়ি যতই সামনের দিকে এগুতে থাকবে ততি পাহাড়ের উচ্চতা বাড়তে থাকবে। এর আগে আমরা মাসালং ব্রীজ ক্রস করব, এখানে দুইটি নদী একত্রে মিলিত হয়েছে, কথিত আছে এই দুই নদী দুই ভাই বোন একটির নাম গঙ্গারাম আর একটি মাসালং যা একত্রে মাসালং নদী হয়ে কাপ্তাই লেকে গিয়ে মিশেছে। পথের দুই ধারে পাহাড়ি শিশুরা হাত নেড়ে আপনাকে অভ্যর্থনা যানাবে যা আপনার মনকে ছুঁয়ে যাবে। শেষের ৬ কিমি গাড়ি শুধু উপরের দিকে উঠতেই থাকবে এভাবে একসময় আপনি এসে পৌঁছবেন মেঘের দেশ সাজেকে। আসলে একটু ভাল করে অনুভব করলে দেখবেন হয়তো আপনার ভ্রমণের পুরো আনন্দটাই পেয়েযেতে পারেন এই যাত্রা পথেই। সাজেকে পৌঁছে কটেজে চেকিন করব। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাব। বিকেলে চলে যাব সাজেকের সবচেয়ে ঊচু পাড়া কংলাক পাড়ায়। সন্ধায় ফানুশ উড়িয়ে রাত ০৮৩০ টায় সবার অংশ গ্রহনে B-B-Q ডিনার করে ঘুমিয়ে পরব।
দ্বিতীয় দিনঃ
খুব ভোরে উঠে সাজেক সূর্যউদয় উপভোগ করে সকালের নাস্তা করে আবার ১০:৩০ টার স্কটে খাগড়াছারির উদ্দ্যেশ্যে রওনা দিব। খাগড়াছারি এসে দুপুরের খাবার খেয়ে,খাগড়াছারির বিভিন্য টুয়রিস্ট স্পট দেখতে বিরিয়ে পরব।
১. রিসাং ঝর্না।
২. আলুটিলা রহস্যময় গুহা।
৩. জেলা পরিষদ ঝুলন্ত ব্রীজ, ইত্যাদি দেখে সন্ধ্যায় শপিং পর্ব সেরে ডিনার করে রাতের বাসে ঢাকার উদ্দ্যেশ্যে রোনা দিব। পরদিন তারিখে ভোর ৫ টার মধ্যে ঢাকায় থাকব ইনশাআল্লাহ্।
2019-05-03
6000 per person
#যা যা থাকছে ভ্রমণ খড়চের মধ্যেঃ
১. ঢাকা-খাগড়াছারি-ঢাকা নন এসি/ এসি বাসের আপডাউন টিকেট।
২. চান্দের গারি ২ দিন রিসার্ভের খড়চ।
৩ ১ রাত কাঠের কটেজে থাকার খড়চ ও প্রতিদিন ৩ বেলা খাবার।
৪. চান্দের গারির ড্রাইভার ও হেল্পারের থাকা ও খাবারের খড়চ।
৫. সাজেকে প্রবেশ ফী।
৬. রক গার্ডেনের প্রবেশ ফী।
৭. আলুটিলা প্রবেশ ফী।
৮. জেলা পরিশধ ঝুলন্ত ব্রীজে প্রবেশ ফী।
#বুকিং এর নিয়মঃ
বুকিং চার্জ জন প্রতি ২০০০/- টাকা প্রাদান করে আপনার আপডাওন বাসের টিকেট বুঝে নিন।
শিশু পলেসিঃ ৩ বছর পরযন্ত সম্পূর্ণ ফ্রী, ৩-৬ বছর ৬০% দিতে হবে সেক্ষেত্রে বাসে সিট পাবে কিন্তু কটেজে বাবা মার সথে থাকতে হবে। আলাদা বেড নিলে ১০০% প্যাকেজ প্রাইস দিতে হবে।
#তথ্য সমুহঃ
১. প্রতি জীপে ১২/১৩ জন।
২. খাগড়াছারিতে হোটেলে ফ্রেশ হয়ার জন্য ছেলে মেয়ে ১ঃ৬ জন আলাদা আলাদা রুম থাকবে।
#খাবারের মেন্যুঃ
★ প্রথমদিনঃ-
সকালের নাস্তাঃ ডিম, সব্জি, পরটা, চা।
দুপুরের খাবারঃ মুরগির মাংশ, পাহাড়ি মিক্সড শব্জি, ডাল, সাদা জুম চালের ভাত ।
রাতের খাবারঃ মুরগির B-B-Q, পরটা।
★ দ্বিতীয় দিনঃ-
সকালের নাস্তাঃ ডিম ভাজি, শব্জি, প্রটা, চা ।
দুপুরের খাবারঃ শুটকী ভর্তা, লাও চিংড়ি, হাঁসের মাংশ, ডাল, সাদা জুম চালের ভাত।
রাতের খাবারঃ তুন্দুল রুটি, গ্রিল্ড চিকেন ।
★ খাগড়াছারিতে দুপুরের খাবার খাব সিস্টেম অথাবা খাংময় রেস্টুরেন্টে।
ভ্রমণ খড়চের মধ্যে থাকবেনাঃ
১. বাসের যাত্রা বিরতির খাবার।
২. উল্লিখিত ভ্রমণ পথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেরানোর খড়চ।
৩. প্রাকৃতিক দুর্যোগ, ভুমিধস, রাস্তা অবরোধ, এর কারনে উদ্ভুত কোন খড়চ ক্রেতা বা ভোক্তাকে ঘটনা স্থলেই বহন করতে হবে।
সুন্দর বন- ২ রাত/৩দিন
নাফাখুম বান্দরবন -১ রাত/২ দিন
সেইন্ট মার্টিন -২ রাত/৩ দিন
Contact with us or email at info@marstourbd.com for others packages, We
also provide Tour from Dhaka,Chittagong ( Bangladesh ), Tour from
Kolkata,Delhi,Mumbai,Derjeling ( India ) and so many Customized corporate
tours, holiday tours.
Contact Us:
Mars Tours & Travels
Phone : +88 01870 203 434
Visit Us : www.marstourbd.com
Email us at: marstourbd@gmail.com, info@marstourbd